thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় খালোতো ভাই-বোন নিহত

২০১৭ সেপ্টেম্বর ০৭ ০৮:১৪:২০
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় খালোতো ভাই-বোন নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ বোদ্ধ মন্দির সংলগ্ন সড়কে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মহাসিন মিয়ার ছেলে রিমন ও তার খালাতো বোন সামছুদ্দিন আহমেদের মেয়ে সাদিয়া আহমেদ শারিন।

আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, রাতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় বৌদ্ধ মন্দিরের সামনে আসলে একটি ময়লার গাড়ি তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। পরে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাদের দুই জনের পরিবার ঢামেক হাসপাতালে এসে তাদের মরদেহ সনাক্ত করেছে।

বর্তমানে তারা পরিবারের সাথে সবুজবাগ বাসাবো এলাকায় থাকতেন। দুজনই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর