thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

ট্রাক-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

২০১৭ সেপ্টেম্বর ০৭ ১৭:২১:৪২ ২০১৭ সেপ্টেম্বর ০৭ ১৮:২০:০০
ট্রাক-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছেন-মাইক্রোবাস চালক বুলু মিয়া, যাত্রী রায়হান কবির শুভ, মমতাজ বেগম, সোহেল রানা, মেহেদী হাসান, সম্পা আক্তার ও অছিম উদ্দিন। আহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। এরা হলেন-গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাশতৈল গ্রামের ওমর ফারুক, মনিরুজ্জামান ও মঞ্জু লাল।

হাইওয়ে পুলিশের এলাঙ্গা ফাড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৪জন নিহত হয়। আহতাবস্থায় ১১ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জন মারা যায়। আহত ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর