thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দুদকে পুলিশ ফোর্স ইউনিটের কার্যক্রম শুরু

২০১৭ সেপ্টেম্বর ০৭ ২০:৫৩:৩৬
দুদকে পুলিশ ফোর্স ইউনিটের কার্যক্রম শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনে (দুদক) বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে পূর্ণাঙ্গ পুলিশ ফোর্স ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

কমিশনের আর্মড ইউনিটের সদস্য হিসেবে পুলিশের ২০ জন সশস্ত্র সদস্য এদিন দুদকে যোগদান করেছেন।

রাজধানীর সেগুনবাগিচা কমিশনের প্রধান কার্যালয়ের সামনে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী নবনিযুক্ত পুলিশ সদস্যদের স্বাগত জানান।

এ সময় মোহাম্মদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘দুদকের সশস্ত্র ইউনিট গঠনের ফলে আজ থেকে কমিশনের দুর্নীতিবিরোধী চলমান কার্যক্রমে নতুন মাত্রা সংযোজন হয়েছে।’

তিনি আরো বলেছেন, ‘কমিশনের মামলার আসামি গ্রেফতার, তল্লাশি, আলামত সংগ্রহ, জব্দকরণ, আসামি আদালতে সোপর্দ এবং দুদকের দুর্নীতিবিরোধী অভিযানে নিয়োজিত টিমের সার্বিক নিরাপত্তা বিধানে এ ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

মহাপরিচালক জানিয়েছেন, অভিযানকালে কেউ যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য কমিশনের অভিযানিক দলকে আরো শক্তিশালী করা হয়েছে।

নিজস্ব বাহিনীর মতোই এফবিআই এবং সিবিআই স্টাইলে দুদকের কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘কমিশনের আর্মড ইউনিটের সদস্যরা মামলার অনুসন্ধান বা তদন্ত কাজে অংশগ্রহণ করবেন না। তারা শুধু দুর্নীতিবিরোধী অভিযানে সম্পৃক্ত থাকবেন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘দুদক আইনানুযায়ী কমিশনের কার্যক্রমে সব বাহিনীর সদস্যরা দুদককে সহযোগিতা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।’

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর