thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হামলা চালালে উ. কোরিয়ার বেদনার দিন শুরু : ট্রাম্প

২০১৭ সেপ্টেম্বর ০৮ ০৯:৫০:৪১
হামলা চালালে উ. কোরিয়ার বেদনার দিন শুরু : ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অবশ্যম্ভাবী নয়। তবে তার দেশ সত্যিই হামলা চালালে দেশটির বেদনাদায়ক দিন শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল সাবাহর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর- আলজাজিরার।

ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া বাজে আচরণ করছে এবং এটা থামানো দরকার।

‘সামরিক তৎপরতা অবশ্যই বিবেচনার বিষয়। এটা কি অনিবার্য, না কোনো কিছুই অনিবার্য নয়। আশা করি উত্তর কোরিয়ার ক্ষেত্রে আমাদের এটা (সামরিক ব্যবস্থা) ব্যবহার করতে হবে না। আমরা উত্তর কোরিয়ার ওপর ব্যবহার করলে এটা হবে তাদের জন্য খুবই বেদনার দিন’, বলেন ট্রাম্প।

চলতি মাসের ২ তারিখে উত্তর কোরিয়া ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালায়। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে দেশটির বৈরিতা নতুন রূপ নেয়।

পূর্বসূরীদের মতো ট্রাম্পও অর্থনৈতিক, সামরিক তৎপরতা কিংবা সমঝোতার মাধ্যমে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরাতে পারবেন বলে মনে করছেন না বিশ্লেষকরা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর