thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

দেশে ফিরেছেন ১১ হাজার ৯৩৩ হাজি

২০১৭ সেপ্টেম্বর ০৯ ১০:৩৬:২৮
দেশে ফিরেছেন ১১ হাজার ৯৩৩ হাজি

দ্য রিপোর্ট ডেস্ক : পবিত্র হজ পালন শেষে গত তিনদিনে ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ১১ হাজার ৯৩৩ জন হাজি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৭টিসহ মোট ৩০টি ফ্লাইটে তারা দেশে ফিরে এসেছেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-২০১২ বুধবার রাত ৮টা ২২ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রথম দিন ৬টি ফ্লাইটে ২৩৮৭ জন, দ্বিতীয় দিন ১৮টি ফ্লাইটে ৪৮০৮ জন ও তৃতীয় দিন ৩০টি ফ্লাইটে ৪৭৩৮ জন দেশে ফিরেছেন। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি (ব্যবস্থাপনা সদস্যসহ) ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন পবিত্র হজ পালন করেন।

হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছানোর পর ৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯৭ জন বাংলাদেশির (৭৭ জন পুরুষ ও ২০জন নারী) মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩ জন মক্কায়, ৭ জন মদিনায়, ১ জন জেদ্দায় ও ১৬ জন মিনায় মারা যান।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর