thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, বাসে আগুন

২০১৭ সেপ্টেম্বর ১২ ১৫:৪৬:৩৫
মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, বাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরে আল হেলাল স্পেশালাইজড হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তাসলিমা আলম তৃষা (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা মিরপুর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মোজাম্মেল হক জানান বলেন, দুপুরে রাস্তা পার হওয়ার সময় তেতুলিয়া পরিবহনের একটি বাস তৃষাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে ওই সড়ক দুর্ঘটনার পর বেলা দেড়টার দিকে কাজিপাড়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর