thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

অভিষেকে রোহিতের সেঞ্চুরি

২০১৩ নভেম্বর ০৭ ১৮:২১:৫৫
অভিষেকে রোহিতের সেঞ্চুরি

দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের হয়ে ওয়ানডে ও টোয়েন্টি২০ ম্যাচ খেললেও টেস্ট খেলা হয়নি রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদাপোশাকে জাতীয় দলের হয়ে মাঠে নেমেই বাজিমাত করেছেন তিনি। ক্যারিয়ারের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাকিয়েছেন ডানহাতি এ ক্রিকেটার।


প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। আগের দিনের বিনা উইকেটে ৩৭ রানের সঙ্গে ৪৬ রান যোগ করতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। সাজঘরে ফেরেন শেখর ধাওয়ান (২৩), মুরালি বিজয় (২৬), চেত্তেশ্বর পুজারা (১৭), শচীন টেন্ডুলকার (১০) ও বিরাট কোহলি (৩)।

এই পর্যা য়ে ক্যারিবীয় স্পিন ঘূর্ণিতেই জবুথুবু হয়েছে ভারত। একাই ৪ উইকেট নেন শিলিংফোর্ড। তবে রোহিত শর্মা ক্রিজে আসার পরই দৃশ্যপটের পরিবর্তন হয়। সম্প্রতি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব ও ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।

দুর্দান্ত ফর্মে থাকা রোহিতের অভিষেক সেঞ্চুরির (১২৭*) সুবাদে ছয় উইকেট হারিযে ৩৫৪ রান করে দিন শেষে লিড নিয়েছে ভারত। এগিয়ে আছে ১২০ রানে। রোহিতের সঙ্গে অপরপ্রান্তে ৯২ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত প্রথম ইনিংস : ৩৫৪/৬ (রোহিত ১২৭*, অশ্বিন ৯২*, ধোনি ৪২, বিজয় ২৬, শেখর ২৩; শিলিংফোর্ড ৪/৪১)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৩৪ (স্যামুয়েলস ৬৫, চন্দরপল ৩৬, পাওয়েল ২৮, ব্রাভো ২৩; শামি ৪/৭১, অশ্বিন ২/৫২)

(দিরিপোর্ট২৪/সিজি/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর