thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

রাজশাহীর পুলিশ একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১১:০৫:১০
রাজশাহীর পুলিশ একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি : বৃষ্টিস্নাত রাজশাহীর সরদহে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা দশটায় হেলিকপ্টারযোগে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় সেখানে তীব্র বৃষ্টি হচ্ছিলো। রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ছয়টি প্রকল্পের উদ্বোধন ও বাকি ১৭টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সফর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে রাজশাহীর সরদহে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমপানী কুচকাওয়াজে অংশ নেবেন এবং অভিবাদন গ্রহণ করবেন।

পরে প্রশিক্ষণের সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখানোর জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। বেলা ২টায় পবার হরিয়ানে রাজশাহী চিনিকল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর