thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১২:২৪:৩৯
রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বনাণীর কড়াইল এলাকার একটি বাসা থেকে বিজয় কৃষ্ণ মুন্না (১৩) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে পাঠায়।

মৃত বিজয় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চৌদ্দ বুড়িয়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র শীলের ছেলে।

মৃত বিজয়ের বড় ভাই স্বপন চন্দ্র জানায়, তারা বর্তমানে বনানী কড়াইল কুমিল্লা পট্টির একটি বাসায় ভাড়া থাকে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। বিজয় মহাখালী মডেল স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করত।

তিনি আরও জানায়, আমরা দুই ভাই একই রুমে ঘুমাই। গত রাত ১১টার দিকে খাওয়া দওয়া করে ঘুমিয়ে পরে বিজয়। রাত ২টার দিকে বাসায় ফিরে বিজয়কে ডাকতে থাকি। অনেক্ষন ডাকার পর কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি ঘরের আড়ার সাথে গলায় বিছানার চাদর দিয়ে ঝুলছে বিজয়। বেঁচে আছে ভেবে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনি। কি কারনে বিজয় গলায় ফাঁস দিয়েছে আমরা তা জানি না।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানায়, খবর পেয়ে ভোরে বিজয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানাতে পারে নাই তার পরিবার।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর