thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

মরক্কো থেকে এসেছে ১৪ টন ত্রাণ

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৩:৩০:৪৬
মরক্কো থেকে এসেছে ১৪ টন ত্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণ এসেছে মরক্কো থেকে।

মরক্কো সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণ নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এই ১৪ টন ত্রাণ গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মরক্কোর রাষ্ট্রদূত মো. মজিদ হালিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ টন ত্রাণ কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এসব ত্রাণের মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, ওষুধ শিশুখাদ্য, ম্যাট্রেস এবং চাল।

তিনি আরো জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে ভারত থেকে আরও একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে। এটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রহণ করবেন।

এছাড়া সন্ধ্যায় রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে।

ত্রাণ প্রসঙ্গে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের দুঃখ দূর করতে রাজার নির্দেশে এই সহায়তা পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর