thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘রোহিঙ্গা সংকটে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি’

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৬:০৪:৪৬
‘রোহিঙ্গা সংকটে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সরকার কার্যকর ভূমিকা রাখাতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জনদল (বিজেডি) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা, খুন ও ধর্ষণের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না বলেন, মিয়ানমারের আধা সামরিক জান্তার বিরুদ্ধে নিন্দা জানানোর দরকার ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব পাস হয়নি। কারণ চীন ও রাশিয়ার সেখানে ভেটো দেওয়ার ক্ষমতা আছে।

অভিযোগ করে মান্না বলেন, ‘তারা একে সাফল্য বলছেন। কিন্তু নাফ নদীতে শিশু ও ধর্ষিতা মায়ের লাশ ভাসছে। এই সমস্যা মোকাবিলার সামর্থ্য ও যোগ্যতা আমাদের নাই। দেশে চালের মজুত নাই, চালের সংকট। অথচ প্রধানমন্ত্রী বলছেন ১১ লাখ লোককে খাওয়াবেন।’

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর