thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৪:১৯:৩৭
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় ফারুক হোসেন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মো. আকবর আলীর ছেলে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকা নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুক রেললাইনে পায়ে হেঁটে ফোনে কথা বলছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/সেপ্টেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর