thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্পে থাকার নির্দেশ

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৯:৩৭:১৫
রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্পে থাকার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করার নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দফতর।

শনিবারে (১৬ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এসব জানিয়েছে। বাংলাদেশের জনগণকে কিছু নিয়মকানুন মেনে চলার সুপারিশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবে। ক্যাম্পের বাইরে আত্মীয়স্বজন বা পরিচিতজনদের বাড়িতে তাদের অবস্থান বা আশ্রয় নেওয়া নিষেধ।

এছাড়া বাংলাদেশের জনগণকে রোহিঙ্গা শরণার্থীদের কাউকে বাসাভাড়া দেওয়া এবং পরিবহন চালক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রোহিঙ্গাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে নিষেধ করা হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয় দিলে বা বাড়িভাড়া দিলে অথবা তাদের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ার অথবা অবস্থানের খবর কেউ জানলে তাকে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর