thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

লন্ডনে সন্ত্রাসী হামলায় তরুণ গ্রেফতার

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৯:৫৯:০৩
লন্ডনে সন্ত্রাসী হামলায় তরুণ গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণ-পশ্চিমাংশে পাতাল রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় ডোভারের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ঐ তরুণীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

লন্ডন মহানগর পুলিশের উপসহকারী কমিশনার নেইল বাসু এই গ্রেফতারকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেছেন। তবে আরও হামলার আশঙ্কায় দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিশেষ বিশেষ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে লন্ডনের দক্ষিণ-পশ্চিম অংশের ফুলহাম এলাকার পারসনস গ্রিন স্টেশনে ‘ডিসট্রিক্ট লাইট’ রেলের একটি কামরায় বোমা বিস্ফোরণের ঘটনায় ২৯ জন আহত হয়। চলতি বছর এটি লন্ডনে পঞ্চম সন্ত্রাসী হামলার ঘটনা। তবে এটি প্রথম কোনো হামলা যেখানে কেউ নিহত হয়নি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একটি ব্যাগের ভেতরে থাকা সাদা একটি বালতিতে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছে না। এই বিস্ফোরণে কয়েকজন যাত্রীর মুখমণ্ডলে ক্ষত হয়েছে।

তবে পুলিশের ধারণা, এ হামলায় একাধিক সন্ত্রাসী জড়িত থাকতে পারে। কে বোমা বহন করল, কীভাবে-কোথায় এটি তৈরি হলো এবং কারা এদের উদ্বুদ্ধ করল এসব সমাধানের তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর