thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

অক্টোবরে অধিবেশন, কংগ্রেসপ্রধানের দায়িত্ব নিতে পারেন রাহুল

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১১:০৭:৪৮
অক্টোবরে অধিবেশন, কংগ্রেসপ্রধানের দায়িত্ব নিতে পারেন রাহুল

দ্য রিপোর্ট ডেস্ক : অক্টোবরে কংগ্রেসপ্রধানের দায়িত্ব নিতে পারেন রাহুল গান্ধী। আগামী মাসে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, গুজরাট ও হিমাচল প্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেসের সভাপতি হিসেবে প্রচার চালাতে পারেন রাহুল।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা বিরাপ্পা মৌলি বলেছেন, আশা করা হচ্ছে দলের সাংগঠনিক নির্বাচনে রাহুল প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

যুক্তরাষ্ট্র সফররত রাহুল নিজেও বলেছেন, তিনি ভবিষ্যতে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী হতে প্রস্তুত।

তবে এ ক্ষেত্রে রাহুল দলের সাংগঠনিক নির্বাচনের কথা উল্লেখ করে বলেছেন, ডেলিগেটরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর