thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে ভুয়া ৪ পুলিশ গ্রেফতার

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১১:৪৪:০৯
রাজধানীতে ভুয়া ৪ পুলিশ গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে ভুয়া ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ৪ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিভিন্ন ধরনের দ্রব্য, পুলিশের এসপি, ওসি, এসবির সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়।

রবিবার বেলা সাড়ে ১১ টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর