thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৬ মে 25, ২২ বৈশাখ ১৪৩২,  ৮ জিলকদ  1446

মোদির জন্মদিন আজ

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১২:৩৭:১০
মোদির জন্মদিন আজ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৭তম জন্মদিন রবিবার (১৭ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সেবা দিবস পালন করছে।

দেশের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসহ বিভিন্ন সেবাদান কর্মসূচি পালন করা হচ্ছে।

দলের এক নেতা জানিয়েছেন, বিজেপির প্রধান অমিত শাহ রাচিতে, অর্থমন্ত্রী অরুণ জেটলি দিল্লির কিরতি নগরে, রেলওয়ে মন্ত্রী পিয়ুস গোয়াল চেন্নাইতে এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদাকর মুম্বাইয়ে দলের প্রধান নেতার জন্মদিনে সেবা দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে দলের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন।

ওই নেতা আরো জানিয়েছেন, মন্ত্রীরা এবং দলের নেতারা দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া নর্মদা নদীর ওপর তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ সর্দার সরোবরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশের জনগণের জন্য এই বাঁধ উৎসর্গ করবেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর