thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘রোহিঙ্গা ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধের আহ্বান’

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৩:১৫:৫৭
‘রোহিঙ্গা ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধের আহ্বান’

দ্য রিপোর্ট ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন আং লেইং।

ফেসবুক পেজে শনিবার এক মন্তব্যে মিয়ানমারের সেনাপ্রধান রোহিঙ্গাদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন।

তিনি লিখেছেন, “তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু মিয়ানমারে এই জাতিসত্তার কোনো অস্তিত্ব নেই। রোহিঙ্গারা যে আদতে বাঙালি এই সত্যকে প্রতিষ্ঠিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

রোহিঙ্গাদের ওপর কাঠামোগত নিধন চালানোর অভিযোগ রয়েছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।

রোহিঙ্গারা যুগযুগ ধরে রাখাইন রাজ্যে বসবাস করলেও মিয়ানমার সরকারে তাদের নিজ দেশের নাগরিক মনে করে না। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নির্মূল ও গণহত্যার সমতুল্য বলে অব্যাহত নিন্দা জানাচ্ছে।

অব্যাহত রোহিঙ্গা নিপীড়নের কারণে আন্তর্জাতিকভাবে তোপের মুখে রয়েছেন দেশটির নেত্রী অং সাং সু চি। সমালোচনা এড়াতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দেওয়া থেকে বিরত থাকছেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন নীরব থাকলেও এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর