thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে কর্মচারির ছুরিকাঘাতে মালিক খুন

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৫:৫৮:৩৭
রাজধানীতে কর্মচারির ছুরিকাঘাতে মালিক খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডায় দোকান কর্মচারীর ছুরিকাঘাতে আব্দুল আওয়াল (৫২) নামে এক দোকান মালিক খুন হয়েছে। এই ঘটনায় ঐ কর্মচারীকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

আটককৃত দোকান কর্মচারির নাম ফখরুল (২০)।

বাড্ডার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিলদ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকেজানান, উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় একটি ঔষধের দোকানে মালিক ছিল আব্দুল আওয়াল। তার কর্মচারি ফকরুল তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর