thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

টানা ছয়টি জয় পেল পিএসজি

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১১:০০:২৯
টানা ছয়টি জয় পেল পিএসজি

দ্য রিপোর্ট ডেস্ক : লিগ ওয়ানের ম্যাচে টানা ছয় নম্বর জয় পেল পিএসজি। লিওঁকে ২-০ গোলে হারিয়ে জয় নিশ্চিত করেছে দলটি।

তবে খেলায় জিতলেও গোল পাননি নেইমার, কিলিয়ান এমবাপে, এডিসন কাভানিদের কেউ। মজার কথা হলো, কেউ গোল না করলেও আত্মঘাতী থেকে পিএসজিকে দুটি গোলই উপহার দিয়েছে লিওঁ।

রবিবার রাতে নিজ মাঠে শুরু থেকেই সমর্থকদের হতাশ করেন নেইমাররা। খেলাতে তাদের মুন্সিয়ানা দেখা যায়নি, তাই ধারহীন হয়ে পড়ে আক্রমণভাগ। প্রথমার্ধে পিএসজিকে চাপে রেখে হতাশ করতে থাকে লিওঁ। নেইমাররা দুএকবার আক্রমণে গেলেও তাতে গোলমুখ খুলেনি। বিরতির পরও বহাল থাকে এই ধারা। ৭৫ মিনিটে গিয়ে ভাগ্যদেবী চোখ তুলে তাকায় উনাই এমেরির দলের দিকে। মিডফিল্ডার লো সেলসোর ক্রসে পা লাগিয়েছিলেন কাভানি। কিন্তু লিওঁর মার্সেলোর গায়ে লেগে তা ঢুকে যায় জালে।

খানিক পর নিজেদের পায়ে দেওয়া একটি গোল করার সুযোগ এসেছিলো পিএসজির সামনে। এমবাপেকে বক্সে ফেলে দিলে পাওয়া পেনাল্টি হেলায় নষ্ট করেন কাভানি। তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৮৫ মিনিটে গিয়ে নেইমারের পাস থেকে বল পেয়ে এগিয়ে যাচ্ছিলেন এমবাপে। তবে তার নেয়া শট ফিরিয়েও দিয়েছিলেন গোলরক্ষক কিন্তু নিজেদের ডিফেন্ডার জেরমি মোরেলের গায়ে লেগে তা উল্টো ঢুকে যায় জালে। কপাল বলতে হয় পিএসজির!

ছয় ম্যাচ থেকেই পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর