thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানো হয়েছে : আইজিপি

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১৫:১৫:২৫
ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানো হয়েছে : আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া প্রায় ২০০ জন নির্যাতিত রোহিঙ্গাদের আটক করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি শহীদুল হক বলেন, মানবিক দিক বিবেচনা করে দুই হাজার একর জমিতে রোহিঙ্গাদের থাকার জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেননা এদেশে থাকার কোন বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। তাই নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট ক্যাম্প করে দেওয়ার পরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত আমরা দুইশ’র বেশি রোহিঙ্গাকে আটক করে শিবিরে পাঠিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে। যদি আরও কোথাও পাওয়া যায় তবে তাদের আটক করে শিবিরে পাঠানো হবে।

আইজিপি বলেন, ‘রোহিঙ্গাদের প্রবেশের সময় প্রথমে বিজিবি ও কোস্টগার্ড তাদের বাধা দিয়েছিলো। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর