thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আশ্রয় নেওয়া রোহিঙ্গারা না খেয়ে থাকবে না : সেতুমন্ত্রী

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১৬:০৮:১৬
আশ্রয় নেওয়া রোহিঙ্গারা না খেয়ে থাকবে না : সেতুমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে আসা যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা না খেয়ে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের উখিয়া থেকে কুতুপালং পর্যন্ত সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী যান চলাচলের সুবিধার্থে ২ কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে প্রশস্তকরণ কাজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আশ্রিতদের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পে ৮টি লঙ্গরখানা, ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। তাদের অস্থায়ী বাসস্থান, চিকিৎসা, স্যানিটেশনসহ সব ধরনের মানবিক সহায়তা দিচ্ছে আওয়ামী লীগ সরকার।’

মন্ত্রী এ সময় বলেন, ‘একটি দল ও দালাল প্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃংখলা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সকলকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা অবশ্যই ব্যর্থ করা হবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর