thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

নবম ওয়েজ বোর্ডের দাবিতে বিএফইউজে-ডিইউজে’র অনশন বুধবার

২০১৭ সেপ্টেম্বর ১৯ ১১:৩৩:৫৬
নবম ওয়েজ বোর্ডের দাবিতে বিএফইউজে-ডিইউজে’র অনশন বুধবার

দ্য রিপোর্ট ডেস্ক : নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে বুধবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) অনশন কর্মসূচি পালন করবে।

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজধানীর বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।

ডিইউজে সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়,অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে বুধবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবে বিএফইউজে ও ডিইউজে।

জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হয়ে এই অনশন কর্মসূচি চলবে বিকাল ৫টা পর্যন্ত। এতে সাংবাদিক নেতারা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ অনশন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ডিইউজে’র সদস্য সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান। খবর বাসস।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর