thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ধানমন্ডি লেকে কিশোরের লাশ উদ্ধার

২০১৭ সেপ্টেম্বর ১৯ ১৩:২৮:১৭
ধানমন্ডি লেকে কিশোরের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিখোঁজের ৩ দিন পর রাজধানীর ধানমন্ডি লেক থেকে রাতুল (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ধানমণ্ডি ৪ নম্বর রোড সংলগ্ন লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাহুল মাদারীপুর সদর উপজেলার শান্তিনগর গ্রামের শামীম মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে রায়েরবাজার সাদেক খান রোডে বেরীবাধ এলাকায় থাকতো।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতুল গত ৩ দিন আগে তার বন্ধুদের সঙ্গে লেকে গোসল করতে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরে আজকে সকালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

তিনি আরও বলেন, লাশটি প্রায় অর্ধ-গলিত। মৃতদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর