thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চুয়াডাঙ্গায় স্কুলছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

২০১৭ সেপ্টেম্বর ১৯ ১৭:০২:৫৫
চুয়াডাঙ্গায় স্কুলছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে স্কুলের ছাদ থেকে পড়ে এনামুল হক মিলন (১৪) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এনামুল হক মিলন একই উপজেলার হোগলডাঙ্গা গ্রামের খোকন আলীর ছেলে ও দামুড়হুদা পাইলট হাই স্কুলের ছাত্র। সে জয়রামপুর নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে মিলন স্কুলের কার্ণিস বেয়ে পাশের একটি গাছে ওঠার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেলে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, থানার পুলিশ উপ-পরিদর্শক তপনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলে। নিহত মিলনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দাফনের জন্য দিয়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর