thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

ইভানকার চেহারা পেতে মরিয়া মার্কিন নারীরা

২০১৭ সেপ্টেম্বর ২০ ১২:২৯:২৬
ইভানকার চেহারা পেতে মরিয়া মার্কিন নারীরা

দ্য রিপোর্ট ডেস্ক : নিউইয়র্কের নারীরা সম্প্রতি দেখতে হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকার মতো হতে চাইছেন। নিজের চেহারা বদলে ইভানকার মুখ ও চেহারা বসিয়ে নিতে মরিয়া হয়ে প্লাস্টিক সার্জনের কাছে ছুটছেন তারা। খবর- দ্য টেলিগ্রাফের।

খবরে বলা হয়, গত এক সপ্তাহে অন্তত ৫০ জন নারী ইভানকার রূপ নিতে নিউইয়র্কের প্লাস্টিক সার্জন নরম্যান রোয়ির কাছে গেছেন। প্রায় ৫০ লাখ টাকা (৬০ হাজার ডলার) খরচ করেও তারা এই প্লাস্টিক সার্জারি করতে রাজি।

প্লাস্টিক সার্জন নরম্যান রোয়ি বলেন, ‘প্লাস্টিক সার্জারি করে ইভানকার রূপ নিতে এর আগে কাউকে আসতে দেখিনি। ইভানকা সুন্দরী, ক্ষমতাধর নারী ও প্রেসিডেন্ট পরিবারের সদস্য। এ কারণেই হয়তো এখন নারীরা তাঁর রূপ নিতে উৎসাহিত হচ্ছেন। তাঁরা দেখতে হুবহু ইভানকার মতো হতে চাইছেন।’

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর