thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কাঠগড়া থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৭:৩০:২০
কাঠগড়া থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে।

বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম আমজাদ হোসেন শিকারি (৪০)। তার বাড়ি সদর উপজেলার আলিপুর নাথপাড়া গ্রামে। বাবার নাম আদর আলী শিকারি।

২০১৬ সালের ১৭ অক্টোবর তার প্রথম স্ত্রী আছিয়া খাতুনকে হত্যা করার পর বস্তায় ভরে একটি মাছের ঘেরে পুঁতে রাখে সে। এই মামলায় গতকাল ১৯ সেপ্টেম্বর দিন ধার্য্য থাকলেও বুধবার তাকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওসমান গনি জানান, আমজাদ হোসেন স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলায় ২০১৬ সালের ১৮ অক্টোবর থেকে জেলে আটক ছিল। গ্রেফতার হবার পর সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। আগামি ২২ অক্টোবর এই হত্যা মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত রয়েছে।

তিনি বলেন, এ মামলার ধার্য্য দিন ছিল গত ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। কি কারণে এবং কেনো তাকে বুধবার আদালতে আনা হলো তা তার জানা নেই।

এদিকে, কারাগার থেকে অনির্ধারিত দিনে আসামিকে আদালতে পাঠানো এবং কাঠগড়া থেকে তার পলায়ন সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা জেলা কারাগারের সুপার হাফিজুর রহমান বলেন, ‘এমনটি তো হবার কথা নয়। তবে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করেই বের করা হবে।’

তিনি আরো জানান, এরই মধ্যে বিষয়টি তিনি খোঁজ খবর নিতে শুরু করেছেন।

এ দিকে আদালত থেকে আসামি পলায়নের ঘটনা স্বীকার করেছেন কোর্ট জিআরও পুলিশ পরিদর্শক আশরাফুল বারী। তিনি বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর