thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের পৌনে ৩ কোটি ডলার সহায়তা

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৯:২৭:১৫
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের পৌনে ৩ কোটি ডলার সহায়তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান সহিংসতায় প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুই কোটি ৮০ লাখ ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র।

বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি আরো জানিয়েছেন, এই শরণার্থীরা যাতে নিজেদের দেশে ফিরতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা এই শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন বার্নিকাট।

এদিকে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় দেড় কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর