thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রাখাইনে পরিস্থিতির উন্নতি হয়েছে, সংকট কমছে

২০১৭ সেপ্টেম্বর ২১ ১০:১৪:০৪
রাখাইনে পরিস্থিতির উন্নতি হয়েছে, সংকট কমছে

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও বলেছেন, রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন সংকট কমছে।

আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার পর বুধবার মিয়ানমারের পক্ষ থেকে তিনি জাতিসংঘকে এ কথা জোর দিয়ে বলেন। খবর- চ্যনেল নিউজএশিয়ার।

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির পরিবর্তে বক্তব্য দেন থিও। এর আগের দিনই অং সান সু চি জাতির উদ্দেশে ভাষণ দেন।

চ্যনেল নিউজএশিয়ার খবরে বলা হয়, মিয়ানমার থেকে মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের পালানোর ব্যাপারে প্রশ্ন করা হলে, অনেকটা সু চির মতোই মন্তব্য করেন থিও। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে, পরিস্থিতির উন্নতি হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে রাখাইনে আর কোনো সহিংসতা হয়নি।

তিনি আরও বলেন, ‘আগের মতোই মুসলিমদের (রোহিঙ্গা) বাংলাদেশে যাওয়ার খবরে আমরা উদ্বিগ্ন। তারা কেন পালাচ্ছে তা আমাদের খুঁজে বের করব।’

জাতিসংঘ বলছে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে রাখাইনে রোহিঙ্গাদের ঘরবাড়ি পোড়ানো ও ধর্ষণের ঘটনা ঘটছে। ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত চার লাখ ২০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর