thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে জেএমবি’র কমান্ডার গ্রেফতার

২০১৭ সেপ্টেম্বর ২১ ১০:৩৫:৩৪
রাজধানীতে জেএমবি’র কমান্ডার গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ব্রিগেড আদ্-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১, সেপ্টেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রপের বিগ্রেড আদ্-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

জানা গেছে, ঢাকার একটি বেসকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করা এই ‘জিএমবি সদস্যের’ বাড়ি পটুয়াখালী জেলায়। তার বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর