thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৩

২০১৭ সেপ্টেম্বর ২১ ১১:৪৬:৫৬
রাজধানীতে গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুল গরম পানির গলিতে একটি প্রেস কারখানায় গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধকৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, কারখানা মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)।

দগ্ধ হওয়া সুজনের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরম পানির গলির ২৪৫/এ নম্বর ৬ তলা ভবনের নিচ তালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’ নামে একটি প্রেস কারখানা আছে তার ভাই সুজনের।

রাতে কাজ শেষে ওই দুই কর্মচারীকে নিয়ে কারখানার ভেতরেই ঘুমান সুজন। পরে রাত ৩টার দিকে একটি বিস্ফোরণে কারখানার ভেতরে আগুন জ্বলে উঠে। এতে তারা ৩ জনেই দগ্ধ হন।

সোহেল আরো জানান, আমাদের ধারণা, গ্যাস পাইপ লিকেজ থেকেই এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে। ওই কারখানায় এর আগেও একই ঘটনা ঘটেছিলো।

ঢামেক হাসপাতালেরর বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুজনের শরীরে ২০ শতাংশ, মুক্তারের ১৫, ও তাহমীনের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ণ ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর