thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রমনায় তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

২০১৭ সেপ্টেম্বর ২১ ১৫:৫৫:৩৫
রমনায় তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রমনা থানাধীন ওয়ার্লেস রেলগেট এলাকায় এক তরুণী (২০) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নাজমুল হাসান ইমান (৩২), শরিফুল ইসলাম (৩৭), একরামুল হাসান (৩৮) এবং আশিকুর রহমান জীবন (৩৩)। এই ঘটনায় পলাতক আছেন নয়ন (২০) নামে আরেক যুবক।

রমনা থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আলী হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তরুণীর বাসা মুগদার বালুরমাঠ এলাকায়। সে বিভিন্ন অনুষ্ঠানে নাচ করে।নাচের কথা বলে ৫ জন ব্যক্তি তাকে গত ১৯ সেপ্টেম্বর দিনগত রাতে মগবাজার ওয়ারেলস রেলগেট এলাকায় একটি ৪ তলা বাড়ির ২য় তলায় নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে।

তিনি আরও জানান, এই ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর)একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩০। মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি আর তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএস/এনইউ/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর