thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

২০১৭ সেপ্টেম্বর ২২ ১০:০৭:১৮
রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী আদাবরে তানিয়া তাবাসসুম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে আদাবর পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সংবাদ পেয়ে তানিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

মৃত তানিয়া নওগাঁ জেলার রানিনগর উপজেলার মাঝ গ্রামের সারোয়ার হোসেনে মেয়ে। বর্তমানে স্বামী তানভির হাসানকে নিয়ে আদারব বায়তুল আমান হাউজিং এলাকায় থাকতেন তানিয়া।

মৃত নারীর চাচী সাথি আক্তার জানান, দুই বোনের মধ্যে তানিয়া বড়। পরিচয়ের সূত্রধরে গত ৩/৪ বছর আগে তানিয়ার সাথে বিয়ে হয় তানভীরের। বৃহস্পতিবার বিকালের দিকে তানিয়ার মৃত্যু সংবাদ পেয়ে মতিঝিল থেকে আদাবরে ছুটে আসি।

তিনি আরও জানান, তানিয়ার স্বামীর পক্ষের লোকজনের কাছে থেকে জানতে পারি তানিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

তবে তানিয়ার পরিবারের দাবি, সে আত্মহত্যা করতে পারে না। এই মৃত্যুর ব্যাপারে সন্দেহ রয়েছে।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির জানান, মৃত নারীর স্বামীসহ তাদের পরিবারে লোকজন পুলিশকে জানান, তানিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নারীর গলায় দাগ আছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্টি/আরএস/এনটি/সেপ্টেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর