thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

উ. কোরিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

২০১৭ সেপ্টেম্বর ২২ ১০:২১:২৬
উ. কোরিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নতুন একটি আদেশ স্বাক্ষর করেছেন। খবর- বিবিসির।

উত্তর কোরিয়ার সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ রাখছে এমন প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করছে মার্কিন কোষাগার। এর ফলে দেশটির সাথে মার্কিন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

ট্রাম্প জানান, চীনের কেন্দ্রীয় ব্যাংকও দেশটির অন্যান্য ব্যাংককে নির্দেশ দিয়েছে পিয়ংইয়ং এর সাথে বাণিজ্য যোগাযোগ বন্ধ করে দিতে।

জাতিসংঘের নিষেধাজ্ঞার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ মার্কিন নিষেধাজ্ঞা অনুমোদন করলেন ট্রাম্প।

জাতিসংঘের আহ্বানকে উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে মার্কিন প্রশাসন নতুন এ নিষেধাজ্ঞা আনে।

এ নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার পোষাক শিল্প, মৎস, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎপাদনমুখী কারখানা ক্ষতিগ্রস্ত হবে বলে ট্রাম্প ইঙ্গিত দেন। কারণ এসব খাত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করে দেশটি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর