thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

হলিউড মর্গান ফ্রিম্যানের উপর ক্ষেপেছে রাশিয়া

২০১৭ সেপ্টেম্বর ২২ ১১:০১:৩২
হলিউড মর্গান ফ্রিম্যানের উপর ক্ষেপেছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি মিথ্যে ভিডিও প্রকাশের কারণে হলিউডের প্রখ্যাত অভিনেতা মর্গান ফ্রিম্যান রুশের উপর ক্ষেপেছে রাশিয়া।

মি. ফ্রিম্যান ঐ ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি অভিযোগ করে বলেন, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার সরকার আমেরিকার বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালিয়েছিল।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, এই অস্কার পুরষ্কার বিজয়ী অভিনেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কেজিবির সাবেক গুপ্তচর সেটি উল্লেখ করে অভিযোগ করছেন যে তিনি সাইবার যুদ্ধ চালাচ্ছেন এবং মিথ্যা তথ্য প্রচার করছেন।

আর সোভিয়েত ইউনিয়নের পতনের প্রতিশোধ নেওয়ার জন্যই মি. পুতিন এই কাজ করেছেন বলে মি. ফ্রিম্যান উল্লেখ করেন।

ভিডিওতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান, তিনি যেন ঘোষণা করেন, ‘গত নির্বাচনে আমরা রুশ সরকারের হামলার শিকার হয়েছিলাম।’

এদিকে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে মি. ফ্রিম্যানের প্রতি যতটা না ক্রোধ প্রকাশ করছে, তার চেয়েও বেশি দেখাচ্ছে করুণা।

তারা বলার চেষ্টা করছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তাকে ভুল বোঝানো হয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা এই ভিডিওটিকে গুরুত্ব দিচ্ছি না।

রুশ টিভি চ্যানেল রোসিয়া ২৪ একদল মনোবিজ্ঞানীকে অনুষ্ঠানে হাজির করেছে। তারা মতামত দিয়েছেন যে, মি. ফ্রিম্যান ভগবানের মতো আচরণ করছেন এবং উল্লেখ করেন যে তার মাদকাসক্তি রয়েছে।

জনপ্রিয় ট্যাবলয়েড মস্কোভস্কি কমসোমোলেটস্ এই খবরের যে শিরোনাম করেছে তার নাম ‘মর্গান ফ্রিম্যান'স ফিয়ার অ্যান্ড লোদিং’।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারেও মি. ফ্রিম্যানের বিরুদ্ধে নানা ধরনের বিষোদগার চলছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর