thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রাখাইনে ফের রোহিঙ্গাদের ২০ ঘরে অগ্নিসংযোগ

২০১৭ সেপ্টেম্বর ২৩ ০৮:২৯:২৬
রাখাইনে ফের রোহিঙ্গাদের ২০ ঘরে অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে আরো রোহিঙ্গা মুসলমানদের ঘর-বড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মংডুর কেইন চং গ্রামে মিয়ানমার সেনারা ও স্থানীয় জনতা ২০টি ঘরে আগুন লাগিয়ে দেয়।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খবর- ইন্ডিয়ান এক্সপ্রেস।

তবে নতুন করে আবার সহিংসতার জন্য মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদেরকেই দায়ী করছে।

সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাখাইনে গিয়ে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত এবং কারণ অনুসন্ধান করছে নিরাপত্তাকর্মী। তবে এর জন্য রোহিঙ্গাদেরকেই দায়ী বলে ইঙ্গিত করা হয়েছে।

এর আগে এইচআরডব্লিউ (Human Rights Watch) স্যাটেলাইটে তোলা জ্বালিয়ে দেওয়া গ্রামের ছবি পর্যবেক্ষণ করে জানিয়েছিল, দেশটির নিরাপত্তা বাহিনী রাজ্যের প্রায় ২১৪টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইনে ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যার অভিযোগ ওঠে মিয়ানমার সরকারের বিরুদ্ধে। দেশটির সেনাবাহিনী ও স্থানীয় মগ জনতার অত্যাচারে নতুন করে ইতিমধ্যে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর