thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ট্রাম্প ও কিমের কথার লড়াই শিশুদের মতো: রাশিয়া

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১২:৩৬:৫৯
ট্রাম্প ও কিমের কথার লড়াই শিশুদের মতো: রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কথার লড়াইকে কিন্ডারগার্টেনের শিশুদের লড়াই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর- বিবিসির।

ট্রাম্প উত্তর কোরিয়াকে ধ্বংসের হুমকি দেওয়ার পর দেশটির নেতা কিম ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত’ ও ‘নির্বোধ বৃদ্ধ’ বলে অভিহিত করেন, এর জবাবে এক টুইটে কিমকে ‘পাগল’ অখ্যায়িত করে ট্রাম্প বলেন, “তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলা হবে যেমনটি আগে কখনো পড়েননি।”

খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মাথাগরমদের শান্ত করতে’ এখন একটি বিরতি প্রয়োজন।

তিনি বলেন, “হ্যাঁ, চুপ করে উত্তর কোরিয়ার পারমাণবিক সামরিক অভিযাত্রা দেখে যাওয়াটা অগ্রহণযোগ্য, কিন্তু কোরীয় উপদ্বীপে যুদ্ধ শুরু করে দেওয়াটাও অগ্রহণযোগ্য।”

সমস্যা সমাধানে তিনি রাজনৈতিক প্রক্রিয়ার শরণ নেওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রক্রিয়ার প্রধান অংশ রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, “চীন ও আমরা মিলে একটি যৌক্তিক পদ্ধতির জন্য অবিরাম চেষ্টা করে যাবো, কিন্ডারগার্টেনের শিশুদের মতো আবেগী কোনো কিছু নয়, যেখানে শিশুরা মারামারি শুরু করে এবং তাদের থামানোরও কেউ থাকে না।”

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর