thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৪:৫৭:১০
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ি দোলাইপাড় হানিফ ফ্লাইওভার ঢালে প্রাইভেটকারের ধাক্কায় আছমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আছমা শরিয়তপুর জেলার পালং উপজেলার কাশিপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। তিনি যাত্রাবাড়ি দোলাইপাড় ১নং গলি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

হাসপাতালে নিয়ে আসা দুই পথচারী জহির মিয়া ও জাহানারা বেগম জানায়, ফ্লাইওভার ঢালে অনেক লোকের জটলা দেখে সেখানে এগিয়ে যাই।গিয়ে দেখি আছমা বেগম নামে ওই গৃহবধূ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পরে আছে। আর পাশেই অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে আছমা বেগমের চার বছরের মেয়ে নুরনাহার। পরে আছমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করে।

যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর