thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

রোহিঙ্গাদের ক্যাম্পে বসানো হবে বুথ : তারানা হালিম

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৬:০২:৪৩
রোহিঙ্গাদের ক্যাম্পে বসানো হবে বুথ : তারানা হালিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে প্রতিটি ক্যাম্পে টেলিটকের বুথ স্থাপন করা হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিটিআরসি কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন।

তারানা হালিম বলেন, রোহিঙ্গারা যেন স্বল্প খরচে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারে সেজন্য এই সুবিধা দেওয়া হবে। তবে রোহিঙ্গাদের কাছে কোনো ধরনের সিম বিতরণ বা বিক্রি করা যাবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামি ৩ দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বুথ বসানো হবে। সেখানে টেলিটক সিমের মাধ্যমে খুব অল্প মূল্যে কথা বলতে পারবেন তারা।

তিনি আরও বলেন, যারা নিজের সিম রোহিঙ্গাদের হাতে তুলে দিবেন বা দিয়েছেন তাদেরকে নিয়মানুযায়ী জরিমানা করা হবে। প্রয়োজনে আমরা এর চেয়ে বেশি কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর