thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বাড়িতে বসেই তৈরি হবে লিপগ্লস

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৬:৪৭:২১
বাড়িতে বসেই তৈরি হবে লিপগ্লস

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুন্দরী কে না হতে চায়! তবে নারী সৌন্দর্য্যের রহস্য লুকিয়ে থাকে তার মসৃন নরম ঠোঁটে। তাই ‍সুন্দর ঠোঁটকে আরও সুন্দর করতে প্রাকৃতিক উপায়ে নিজেই বাড়িতে বসে বানাতে পারেন লিপগ্লস। কেননা বাজার থেকে যেসব লিপগ্লস কিনে ঠোঁটে লাগানো হয় সেগুলো ঠোঁটে বিভিন্ন এফেক্ট আসে। যা খুবই ক্ষতিকর।

সুতরাং ন্যাচারালি ঠোঁটের জন্য নারকেল তেলের সঙ্গে রাম্পাবেরি মিশিয়ে রোজ লাগালে সাত দিনেই এর ফল পাওয়া যাবে। এতে ঠোঁট নরম ও লাল উজ্জ্বল দেখাবে।

তাহলে দেখে নেই কিভাবে সহজেই বাড়িতে বানানো যায় লিপগ্লস-

একটি পাত্রে নারকেল তেল নিন। সেই তেল উষ্ণ করে নিয়ে ঠাণ্ডা করতে হবে। তারপর ঠাণ্ডা রাস্পবেরি সেই তেলে দিয়ে মিশিয়ে নিন। মেশানোর পর সেটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর লিপগ্লস ব্রাশ দিয়ে নিয়মিত সাত দিন ঠোঁটে লাগান। দেখবেন ঠোঁট মসৃন, নরম ও উজ্জ্বল হয়ে উঠেছে।

রাস্পবেরি এক ধরণের লিপস্টিক। এটি অনেক রকমের হয়ে থাকে। তবে লাল রঙের রাস্পবেরি ঠোঁটের সৌন্দর্য্য বাড়ায়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর