thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আত্মঘাতি গোলেই বার্সার জয়

২০১৭ সেপ্টেম্বর ২৪ ০৯:২৭:৩৮
আত্মঘাতি গোলেই বার্সার জয়

দ্য রিপোর্ট ডেস্ক : লা লিগায় এবার নবাগত জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। একের পর এক ম্যাচ জিতেই চলেছে দলটি। জিরোনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে দলটি।

শনিবার রাতে জিরোনার মাঠে বার্সেলোনার দুটি গোলই আত্মঘাতী। অন্য গোলটি করেন্ লুইস সুয়ারেস।

খেলার দ্বাদশ মিনিটে দগলাস লুইসের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন বার্সার ত্রাতা গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেন। ১৭তম মিনিটে মেসির ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক গোরকা ইরাইসস। তবে সেই কর্নার থেকেই জর্দি আলবার ভলি আদায় বেনিতেসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকে যায়।


৩৬তম মিনিটে ইভান রাকিতিচের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইরাইসস। তবে বিরতির পর ব্যবধান বাড়ে তার আত্মঘাতী গোলেই। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেসও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বলে সংযোগ ঘটাতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়।

৬৯তম মিনিটে সুয়ারেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। লম্বা বল ধরে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

লা লিগায় প্রথম ছয়টি ম্যাচ জেতা বার্সেলোনার পয়েন্ট ১৮।

আগের ম্যাচে দানি সেবাইয়োসের জোড়া গোলে দেপোর্দিভো আলাভেসকে হারানো রিয়াল মাদ্রিদ ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর