thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দিল্লিতে ফের চলন্ত গাড়িতে তরুণী ধর্ষণ

২০১৭ সেপ্টেম্বর ২৪ ১২:৩২:৫৩
দিল্লিতে ফের চলন্ত গাড়িতে তরুণী ধর্ষণ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ফের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

তরুণীর অভিযোগ, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত প্রায় আট ঘণ্টা ধরে চলন্ত গাড়িতে দুই যুবক তাকে ধর্ষণ করে। খবর- আনন্দবাজার পত্রিকার।

দিল্লি পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, গলফ কোর্স মেট্রো স্টেশনের কাছে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। ঘড়িতে তখন সাড়ে ৬টা বাজে। সেই সময়ই একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। তার কাছে সেক্টর ১৮-১৯ কোথায় জানতে চায় অভিযুক্তরা। তার পরই জোর করে সেই মহিন্দ্রা স্করপিওতে তাকে তুলে নেন গাড়ির দুই যাত্রী।

দিল্লি পুলিশের কাছে তরুণী জানিয়েছেন, গাড়ির মধ্যেই চলে ধর্ষণ। কিন্তু একটি বারের জন্য গাড়ি কোথাও থামেনি। নয়ডা এবং দিল্লির বিভিন্ন রাস্তা দিয়ে গাড়িটি চলতে থাকে। শেষে রাত ২টা নাগাদ অক্ষরধাম মন্দিরের কাছে তরুণীকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। মন্দিরের সামনে থেকেই ১০০ নম্বরে ফোন করেন ওই তরুণী। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

তরুণীর ভাষ্য মতো অভিযুক্তের স্কেচ এঁকে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

এর আগে ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া নামে এক তরুণীকে চলন্ত বাসে গণধর্ষণ করে একদল দুষ্কৃতকারী।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর