thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

টেকনাফে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

২০১৭ সেপ্টেম্বর ২৪ ১৩:৩১:৩৭
টেকনাফে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফের নাফনদী এলাকা থেকে একটি নৌকাসহ ওই দুই নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ২ জন হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংগদুর মাংগালার বাসিন্দা মো. কামাল আহম্মদ (৪৫) ও মো. ইলিয়াস (৩০)।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জমাদ্দার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে বিজিবির টহলদল নাফ নদীতে সন্দেহজনক একটি নৌকা দেখতে পায়। পরে নৌকাটি থামার জন্য সংকেত দেয়। নৌকায় থাকা ওই দুই নাগরিক পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে। পরে সেখান থেকে দুটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করে। এগুলোর আনুমানিক দাম ১৩ কোটি ৪৭ লাখ টাকা। আটক দুই জনকে থানা-পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর