thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাইছে মিয়ানমার’

২০১৭ সেপ্টেম্বর ২৪ ১৭:২৭:৫০
‘বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাইছে মিয়ানমার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিয়ানমার রোহিঙ্গাদের ওপর নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে এখন মিয়ানমার বাংলাদেশের সঙ্গে ‍যুদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশ হিসেবে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এটি মিয়ানমারের এক ধরনের চক্রান্ত। কেননা মিয়ানমার তাদের দেশের লোক বাংলাদেশে পাঠিযে অর্থনীতিওক বিধ্বস্ত করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এ সময় আমরাও প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নিয়েছিলাম। সেই মানবিক বিবেচনায় আমরাও মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করে যাচ্ছেন।’

এ সময় স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতহ উল্লা খান, অ্যাননটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল ইউনুসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর