thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

অর্চিতা স্পর্শিয়ার সংসার ভাঙল

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১১:৫৯:৩৩
অর্চিতা স্পর্শিয়ার সংসার ভাঙল

দ্য রিপোর্ট ডেস্ক : ছোটপর্দার তারকা অর্চিতা স্পর্শিয়া ও পরিচালক রাফসান আহসানের সংসার বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই ভাঙল। মাসখানেক আগে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।

এ বিষয়ে রাফসান আহসান জানান, ২১ আগস্ট মোহাম্মদপুরের কাজী অফিসে তারা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

তিনি আরো জানান, কিছুদিন ধরে নানা বিষয়ে তাদের মধ্যে মতের অমিল হচ্ছিল। চেষ্টা করেও বনিবনা হচ্ছিল না। শেষ পর্যন্ত নিজেরা আলোচনা করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আশা করছেন পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্ব অটুট থাকবে।

২০১৫ সালের ১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন স্পর্শিয়া ও রাফসান। একটি অনলাইন শপের ভিডিওচিত্র নির্মাণের সময় তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। পরবর্তীতে প্রেম ও বিয়েতে গড়ায় সম্পর্ক।
এদিকে চলতি বছরে একাধিক হাই প্রোফাইল জুটির বিচ্ছেদ হয়েছে ঢাকার শোবিজে। এর মধ্যে আলোড়ন তোলে তাহসান-মিথিলা ও নিলয়-শখের ছাড়াছাড়ি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর