thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘আগামী বাজেট সাড়ে ৪ লাখ কোটি টাকা হতে পারে’

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১৮:৩০:৩৯
‘আগামী বাজেট সাড়ে ৪ লাখ কোটি টাকা হতে পারে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী (২০১৮-২০১৯) অর্থবছরে বাজেটের আকার হতে পারে সাড়ে ৪ লাখ কোটি টাকা। এতে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর অঞ্চল-৩ আয়োজিত আয়কর ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হবে। ফলে ২০২৪ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে। এ সময়ের মধ্যে দারিদ্র্যের হার ৭ শতাংশে নামিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, মানুষ যাতে কর দিতে গিয়ে কোনও ধরনের হয়রানির শিকার না হন সেই পরিবেশ নিশ্চিত করত হবে। পরিবেশ সৃষ্টি করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হবে।


অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর আদায়কারীদের আরও বেশি করবান্ধব হতে হবে। ইতিমধ্যে তারা করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে। ৪০ বছর বয়সী করদাতা বাড়ায় এটি আমাদের জন্য ভালো লক্ষণ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। এতে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৩-এর কর কমিশনার নাহার ফেরদৌসী বেগম।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর