thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১৬:২৩:২২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচর বেরিবাধলোহারপুল এলাকায়কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী (৩৫) ও যাত্রাবাড়ী শনির আখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় মো. আব্দুর রশিদ (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আবুল হোসেন (৫৮) নামে এক অ্যাডভোকেট আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে লোহারপুল বেরিবাধে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলীর সহকর্মী নেসার উদ্দিন জানান, লোহারপুল বেরিবাধে ভবনের ছাদ ঢালাইয়ের মিক্সার মেশিন টেনে নিয়ে যাওয়ার সময় বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে যাত্রাবাড়ি শনির আখড়া বাসস্ট্যান্ডে লেগুনায় উঠার সময় পিছন দিক থেকে একটি প্রাইভটকার ধাক্কা দেয় ওই ব্যক্তিকে।

পরে পথচারীরা দুই গাড়ির মধ্যে চাপা পড়ে থাকা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী জহিরুল ইসলাম জানান, বেলা ১টার দিকে শনির আকড়া বাস ষ্ট্যান্ড থেকে লেগুনায় উঠছিলেন ওই ব্যক্তি। এ সময় পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।

পথচারী আরও জানান, নিহত ব্যক্তির পকেট থেকে ভিজিটিং কার্ড পাওয়া যায়। এতে লেখা ছিলো প্রফেসর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর