thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ৩১ চৈত্র ১৪৩১,  ৭ জিলকদ  1445

রাখাইনে জাতিসংঘের সফর বাতিল করলো মিয়ানমার

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১৮:১৩:৪৪
রাখাইনে জাতিসংঘের সফর বাতিল করলো মিয়ানমার

দ্য রিপোর্ট ডেস্ক : রোহিঙ্গা মানুষেরা কেন মিয়ানমান ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালাচ্ছে তা তদন্ত করে দেখতে রাখাইন রাজ্যে সফর করার কথা ছিল জাতিসংঘ প্রতিনিধি দলের। কিন্তু হঠাৎ করেই সেই সফর বাতিল করে দিয়েছে মিয়ানমার সরকার। সফর বাতিল করার কোনো কারণ জানানো হয়নি মিয়ানমারের পক্ষ থেকে।

জাতিসংঘ বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের একটি নির্ধারিত সফর মিয়ানমার সরকার হঠাৎ করেই বাতিল করে দিয়েছে।

ইয়াংগনে জাতিসংঘ মুখপাত্র স্তানিস্লাভ সেলিঙ জানিয়েছেন, মিয়ানমার সরকার এই সফর বাতিল করার পেছনে কোনো কারণ দেখায় নি।

মিয়ানমারে রোহিঙ্গারা বছরের পর বছর ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসছে।

মাসখানেক আগে মিয়ানমারে সামরিক বাহিনী অভিযান শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান, বৌদ্ধ এবং হিন্দু ঘরবাড়ি ছেড়ে রাখাইন রাজ্যে ভেতরেই সাময়িক আশ্রয়ে রয়েছে। চার লক্ষেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে।

রোহিঙ্গা মুসলমানরা কেন পালাতে বাধ্য হয়েছে সেটা রাখাইনে গিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘ মিয়ানমারের ওপর চাপ দিয়ে আসছিল।

এদিকে, জাতিসংঘের সংস্থাগুলো বলছে, পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সংখ্যা গত কয়েকদিনে লক্ষণীয় রকমে কমে গেছে। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর একজন মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এমন কথা বলার সময় এখনো আসে নি।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর