thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

দিনশেষে বাংলাদেশের ‘রানআউট স্বস্তি’

২০১৭ সেপ্টেম্বর ২৮ ২১:২৮:৪১
দিনশেষে বাংলাদেশের ‘রানআউট স্বস্তি’

দ্য রিপোর্ট ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য হতাশারই হয়ে থাকলো। সারাদিন ঘাম ঝরিয়েও বাংলাদেশের কোনো বোলারই নিজের নামের পাশে উইকেট লিখে নিতে পারেননি। দিনশেষে কেবল স্বাগতিকদের ওপেনার এইডেন মারক্রামের রানআউট স্বস্তি হয়ে রইলো বাংলাদেশ শিবিরে।

দিনশেষে ১ উইকেটে হারিয়ে ২৯৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকানরা। ক্যারিয়ারে নবম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া প্রোটিয়া ওপেনার ডিন অ্যালগার অপরাজিত রয়েছেন ১২৮ রান নিয়ে। অপরপ্রান্তে ব্যক্তিগত ৬৮ রানে অপরাজিত হাশিম আমলা।

পচেফস্ট্রুমে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুরে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন অ্যালগার ও অভিষিক্ত এইডেন মারক্রাম। বিনা উইকেটে ৯৯ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।

লাঞ্চের পরও বাংলাদেশি বোলারদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই জুটি। অবশেষে মারক্রামকে রান আউট করে দিনের প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ।

অভিষেক টেস্টে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এইডেন মারক্রাম। কিন্তু দুর্ভাগ্য তার; ৯৭ রানে রান আউটের শিকার হয়েছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। সেই সুবাদে বাংলাদেশ পেয়েছে দিনের প্রথম সাফল্য। বোলারদের ঘাম ঝরানো পিচে অবশেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙতে সক্ষম হয়েছে মুশফিকুর রহিমের দল। দলীয় ১৯৬ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের বাকিটা সময় অ্যালগার ও হাশিম আমলা বাংলাদেশি বোলারদের ঘাম ছুটিয়েছেন।

এই টেস্টে ৩ জন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এই সিরিজে তাই টেস্ট ম্যাচ দু’টিতে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তার অনুপস্থিতিতে বাংলাদেশের বোলিং ধারহীন হয়ে পড়েছে; পচেফস্ট্রুমের প্রথম দিনটিতে যেন তেমনই ইঙ্গিত মিলছে!

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর