thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

২০১৭ সেপ্টেম্বর ২৮ ২২:৩৩:০৯
অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : এবারের ভারত সফরে অবশেষে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক ভারতকে ২১ রানে হারিয়েছে সফরকারীরা।

ব্যাঙ্গালুরুতে দিবারাত্রির এ ম্যাচে জয়ের জন্য ভারতকে ৩৩৫ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ((৩৩৪/৫)। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলতে সক্ষম হয় ভারত।

এ ম্যাচ হারলেও প্রথম তিনটি ওয়ানডে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে ভারত। তবে চতুর্থ ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে অস্ট্রেলিয়ানদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন পূরণ হলো না বিরাট কোহলির দলের।

অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে এদিন মূল ভূমিকা রেখেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।দু’জনে মিলে ২৩১ রানের জুটি গড়েছেন। ফিঞ্চ ব্যক্তিগত ৯৪ রানে আউট হলেও নিজের শততম ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার; করেছেন ১২৪ রান।

তবে উদ্বোধনী জুটিতে এমন সংগ্রহ পেলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ সাড়ে ৩ শ’ ছাড়াতে পারেনি।তৃতীয় সর্বোচ্চ ৪৩ রান এসেছে পিটার হ্যান্ডসকম্বের ব্যাট থেকে।

ভারতের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন পেসার উমেশ যাদব।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৬ রান পায় ভারত। তবে দলীয় ১৪৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলে সন্তুষ্ট থাকতে হয় বিরাট কোহলির দলকে। সর্বোচ্চ ৬৭ রান এসেছে মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদবের ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার পক্ষে কেইন রিচার্ডসন ৩টি ও নাথান কোল্টার-নাইল ২ উইকেট নিয়েছেন।

ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর